চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিপক্ষ চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল হিঙ্গুলী ইউনিয়নের ৬ টি পরিবার।
বুধবার (২০ মার্চ) দুপুরে বারইয়ারহাট পৌরসভা মেয়র রেজাউল করিম খোকনের হস্তক্ষেপে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জানা গেছে, জায়গা-জমির বিরোধের জের ধরে গত ১৩ মার্চ হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার আব্দুল মজিদ মাঝি বাড়ির চলাচলের রাস্তায় পিলার এবং তারকাটা দিয়ে বন্ধ করে দেন স্থানীয় নিজাম উদ্দিন। এতে ৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের কাছে ভুক্তভোগী শামসুল হক লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে বারইয়ারহাট পৌরসভার মেয়র ঘটনাস্থলে গিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দেন।
ভুক্তভোগী শামসুল হক, ইমাম হোসেন, মুসা মিয়া বলেন, নিজাম উদ্দিন আমাদের চলাচলের পথ তারকাটা দিয়ে বন্ধ করে দেওয়ায় এক সপ্তাহ ধরে জঙ্গল দিয়ে অনেক কষ্টে চলাফেরা করেছি। বুধবার মেয়র খোকন এসে আমাদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।
অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, শামসুল হকেরা একটি বাগানে ঘেরা দেয়, সেখানে আমার জায়গা রয়েছে। তারা চলাচল করে আমার জায়গা দিয়ে, তাই চলাচলের পথ বন্ধ করে দিয়েছিলাম।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, জায়গা-জমির বিরোধ নিয়ে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি ৬ পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিল। আমি ঘটনাস্থলে গিয়ে রাস্তা উন্মুক্ত করে দিয়ে উভয় পক্ষকে জায়গা পরিমাপ করে সমাধানের পরামর্শ দিয়েছি।
আপনার মতামত লিখুন :