চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বিগত দিনে যেমন এই আসনের অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। অসহায় মানুষের পাশে থাকা সামাজিক দায়িত্ব।
শুক্রবার (২২ মার্চ) সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান জসিম উদ্দিন, শামসুল ইসলাম কোম্পানী প্রমুখ।
আপনার মতামত লিখুন :