কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ জসিম (৩৩) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত জসিম উখিয়া উপজেলার বালুখালী ৯নম্বর ক্যাম্পের, ব্লক-বি/৮ এর বাসিন্দা মোহাম্মদ ফিরুজের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করে জানান, শনিবার (২৩ মার্চ) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় এক ইয়াবা কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :