অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৭


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন /
অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৭

ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আহত হয়েছেন আরও চার জন।

শুক্রবার (০৮ মার্চ) বিকালে সদর উপজেলার ২৯মাইল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

নিহত মোটরসাইকেল চালক সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল (১৮)।

আহতরা হলেন, সদর উপজেলার রুহিয়া ধর্মপুর গ্রামের হরিশ রায়ের ছেলে ঠান্ডি রাম (৩৫), ২৯মাইল এলাকার মানিকের ছেলে মেহেদী (২০), পূর্ব বেগুনবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ (২০) ও ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার শচীনের স্ত্রী সুমিত্রা রানী (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। ২৯ মাইল নামক এলাকায় অ্যাম্বুলেন্সটির সামনের একটি চাকা বাস্ট হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলে সামনাসামনি ধাক্কায় দেয় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি ছিটকে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ৫ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।