আগামীকাল গাইবান্ধা পৌরসভা নির্বাচন


এস এ মিশন, গাইবান্ধা প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন / ১৭৭
আগামীকাল গাইবান্ধা পৌরসভা নির্বাচন

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। গাইবান্ধা জেলা পুলিশ সুপার আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহন সুষ্ঠু করতে যা যা করনীয় তাই করতে হবে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহন নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

আগামীকাল ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এলাকার জনগণ সৎ ও যোগ্য ব্যক্তিকে জয়যুক্ত করবেন বলে জানিয়েছেন তারা।