আটঘরিয়ায় গমের বাম্পার ফলন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন /
০
পাবনার আটঘরিয়া উপজেলায় এ বছর উচ্চ ফলনশীল গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষকরা সময় মত গম চাষ করার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি অফিস ও কৃষকরা।
কৃষি অফিসের তথ্য মতে- এ বছর উপজেলায় মোট আবাদ ১৬২৫ হেক্টর। উল্লেখযোগ্য জাত- বারি গম-৩০, বারি গম-৩২, বারি গম-৩৩, ডাব্লিউএমআরআই১,ডাব্লিউএমআরআই-৩।
চলতি মৌসুমে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গমের পাশাপাশি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গম চাষ করেছেন কৃষকেরা।
উপজেলার শ্রীকান্তপুর গ্রামের কৃষক- জিলানী ও উজ্জ্বল জানান, তারা এ বছর ৬৬ শতক, ৩৩ শতক জমিতে উচ্চ ফলনশীল বারি-৩০ জাতের গমের চাষ করেছেন। চাষকৃত জমি থেকে প্রায় ১৮ মণহারে গম পাবেন বলে আশা করছেন তারা।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান – কৃষি অফিস রোগ সহনশীল আধুনিক জাত ও চাষের পরামর্শ প্রদান করছেন এবং প্রায় ১১০০ জন কৃষককে চলতি বছরে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশাকরা যাচ্ছে এবার ফলন ৪.৩ টন/হেক্টর হবে। ফসলের অবস্থাও ভালো। চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হবে।
আপনার মতামত লিখুন :