চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে হার্ডওয়ারের দোকান সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মো. আলাউদ্দিন নামে এক ইয়াবা কারবারীকেও গ্রেফতার করা হয়। অপর জন পালিয়ে যায়।
সোমবার (১ ফেব্রুয়ারী) রাতে আনোয়ারা উপজেলার দোভাষীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৭।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দোভাষী বাজার এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি ঠের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দোকানের মেঝ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
গ্রেফতারকৃত আলাউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়- মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার চালান আনোয়ারা উপজেলায় আনা হয়। পরে ইয়াবার চালানগুলো চট্টগ্রাম হয়ে পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন এলাকায়। তারা অভিন্ন কায়দায় এর আগে অসংখ্য চালান নিয়ে এসেছে চট্টগ্রামে।
আপনার মতামত লিখুন :