আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত


সংবাদদাতা, আনোয়ারা (চট্টগ্রাম) প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ন / ২৬৩
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৭ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে আনোয়ারা হাসপাতাল সূত্রে জানা যায়।

তিনি করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়ে ছিলেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, গত শনিবার আনোয়ারা হাসপাতাল থেকে করোনা নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের করোনা পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করলে রবিবার তার রিপোর্ট পজেটিভ আসে।

পরিবারে তার স্ত্রীও করোনা পজেটিভ।

বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শরীরে সামান্য জ্বর অনুভব হলেও শারীরিকভাবে সুস্থ্ আছেন।