আন্ধাপুরি বিলের খাল পূন:খনন ও সংস্কার


আরিফুল ইসলাম জনি, গফরগাঁও (ময়মনসিংহ) প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০, ৮:৩৫ পূর্বাহ্ন / ২২০
আন্ধাপুরি বিলের খাল পূন:খনন ও সংস্কার

দীর্ঘ দিনের দুর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ের যশরাবাসি।স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেলের প্রচেষ্ঠায় আন্ধাপুরী বিলের খাল পূনঃখনন ও সংস্কার কাজের উদ্ভোধন হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

খাল পূনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র আস্থাভাজন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, প্রকৌশলী সারোয়ার জাহান, ৫ নং যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ৫নং যশরা ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিম সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।