আমি বাংলাদেশি
সাংবাদিক সাব্বির হোসেন
আমি বাংলাদেশি ভারতীয় নই
আমি বাংলাদেশি পাকিস্তানি নই
আমার হৃদয়ে আছে বাংলাদেশ,
আছে দেশের মানুষ।
আমার দেহে আছে লাল সবুজের পতাকা,
মনে আছে রক্তাক্ত বাংলাদেশ।
আমি বাংলাদেশি,
আমি ভিন দেশি নয়।
আমার স্মরণে আছে শেখ মুজিবুর রহমান,
আছে মেজর জিয়াউর রহমান।
আমার রিদয়ে আছে আব্দুল হামিদ খান ভাষানি,
আছে শেরে বাংলা এ কে ফজলুল হক।
আমি দেখিনি ৫২ এর ভাষা আন্দোলন,
আমি দেখিনি ৭১ এর যুদ্ধ।
আমি দেখিছি ইতিহাসের পাতা,
যেখানে আছে এদেশের স্বাস্বাধীনতার কথা।
আমি বাংলাদেশি,
আমি স্বাধীনতা বিরোধী নই।
আমি বাংলাদেশি,
আমি দেশদ্রোহী নই।
আপনার মতামত লিখুন :