সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ’র ২৩ মৌলিক গান ‘তোর লাগিয়া’। গানটি প্রকাশ হয় পদ্মা মিউজিক’র ব্যানারে।
এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য সাংবাদিকসহ শোবিজের তারকা।
গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার জীবনের বাস্তব কাহিনী নিয়ে গানটি লিখেছেন তিনি। গানের মিউজিক্যল ফিল্মটিও নির্মাণ হয়েছে এই গীতিকারের বাস্তব জীবন নিয়েই। সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন বি এম সাইফুল ইসলাম। গানটিতে অভিনয় করছেন সানি আজাদ নিজেই। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছে অবন্তী এবং মা’য়ের চরিত্রে অভিনয় করেছেন আকলিমা লিজা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা পায় গানটি।
সানি বলেন, এটি আমার ২৪ তম মৌলিক গান। সত্যিই আমি আজ আনন্দিত। আমার কষ্ট সফল। আমি আপনাদের দোয়া চাই যেন এভাবেই সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
অনুরূপ আইচ বলেন, সত্যি আজ আমি সানিকে নিয়ে গর্বিত। আমার বিশ্বাস ছিল গানটি সবার ভালো লাগবে। এই অনুষ্ঠান থেকেই তার প্রমাণ মিলেছে। সানির জন্য শুভ কামনা।
উল্লেখ্য- গানটির ভিডিওর গল্পটিও ছিল অনুরূপ আইচ’র স্ত্রীকে কেন্দ্র করে।
আপনার মতামত লিখুন :