আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বাজালিয়া শাখার শীতবস্ত্র বিতরণ


সংবাদদাতা, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২১, ৩:০৫ অপরাহ্ন / ৩১১
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বাজালিয়া শাখার শীতবস্ত্র বিতরণ

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: সাতকানিয়ার বাজালিয়া বাজার শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শাখার চীফ ইনচার্জ মুহাম্মদ নেছারুলহকের সভাপতিত্ব বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার সাবেক সিভিল সার্জন ও কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. মংতেঝ।

প্রধান আলোচক ছিলেন কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণি, আবদুল জলিল, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বাজালিয়ায় এতগুলো ব্যাংকের শাখা থাকার পরও একমাত্র আল আরাফাহ্ ইসলামী ব্যাংক বাজালিয়া বাজার শাখা শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়িয়েছে।

তিনি আরো বলেন, আমি আশা করি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আগামীতে ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং এলাকাবাসীকে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এর ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।