আশুলিয়ায় মাছের সাথে শত্রুতা !


সংবাদদাতা, আশুলিয়া (ঢাকা) প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ৬:১৯ পূর্বাহ্ন / ৩২৩
আশুলিয়ায় মাছের সাথে শত্রুতা !

ঢাকা জেলার আশুলিয়া শিমুলিয়ার কাছৈর বাগেনতলা গ্রামে  ৫০ শতাংশ জমির পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন আব্দুল খালেক। কিন্তু তার ওই মাছের সাথে শত্রুতা করে পুকুরে বিষ ঢেলে দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃতরা। এতে নষ্ট হয়েছে প্রায় দুই লাখ টাকার মাছ।

রোববার (২৪ জানুয়ারী) সকালে আশুলিয়ার শিমুলিয়ার কাছৈর বাগেনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এব্যাপারে পুকুরের ভুক্তভোগী ইজারাদার আব্দুল খালেক আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বছর খানেক আগে মাছ চাষের জন্য শিমুলিয়ার কাছৈর বাগেনতলা এলাকায় ৫০ শতাংশ একটি পুকুর ইজারা নেন আব্দুল খালেক। শনিবার রাতে পুকুরে সেচ দিয়ে বাড়ি চলে যান তিনি। রোববার সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে পানির ওপর ভাসছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস খান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তারা দু’পক্ষই সমাধানের চেষ্টা করছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।