আসছে সারাদেশে ১৪ দিনের শাটডাউন


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২১, ২:০৭ অপরাহ্ন / ২৮৫
আসছে সারাদেশে ১৪ দিনের শাটডাউন

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সারাদেশ ১৪ দিনের জন্য ‘সম্পূর্ণ শাটডাউন’ করার পরামর্শ

দিয়েছে সরকারের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি)।

কমিটি এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

বুধবার (২৩ জুন) রাতে অনুষ্ঠিত কমিটির ৩৮তম সভায় এ বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ

বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় কমিটি।

এদিকে সারা দেশ কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ করতে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, সরকারেরও এ ধরনের প্রস্তুতি আছে। যে কোনো সময় সরকার তা ঘোষণা দেবে।

তিনি বলেন, সরকার করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।