ইউপি চেয়ারম্যান মুজিব ও তার স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের আদেশ


আদালত ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন /
ইউপি চেয়ারম্যান মুজিব ও তার স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের আদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি’র আলোচিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নূরীর অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এ আদেশ কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবিবার (২৮ জুলাই) দুদক জেলা সমন্বিত কার্যালয়-২ থেকে উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে আদালতের নির্দেশনা সম্বলিত পত্র পাঠানো হয়েছে।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুই আসামির অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।

এসব সম্পদের মধ্যে জমিজমার পাশাপাশি সিকদার ফিশারিজ এন্ড পোল্ট্রির নামে থাকা সম্পত্তিও রয়েছে।

আদালত আসামি মুজিবুল হক চৌধুরীর অসাধু উপায়ে অর্জিত ৬৭ লাখ ১৩ হাজার ৫৯১ টাকা এবং তার স্ত্রী সাহেদা বেগম নূরীর অর্জিত ৭০ লাখ ৯৯ হাজার ৬২২ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার আবদুল গফুর সিকদার বাড়ির মৃত মোজাম্মেল হক চৌধুরীর ছেলে মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নূরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।