ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল


Array প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন / ৩৭৮
ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল

চট্টগ্রাম নগরীর ৩৮নং ওয়ার্ড হযরত কোরবান আলী শাহ (রহ:) নগর ও ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্বরণে ১১তম আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স গত ৯ ডিসেম্বর রাতে ১নং সাইট নতুন জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহীন। প্রধান অতিথি ছিলেন মেসার্স ট্রীমট্রেড লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ জাবেদ ইকবাল। আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভী। বিশেষ অতিথি ছিলেন হাজী মুহাম্মদ সাহাব উদ্দিন, হাজী মুহাম্মদ ইউনুস সওদাগর, মেহের আফজাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ হাসান মুরাদ হাজী মুহাম্মদ হাসান, হাজী মুহাম্মদ নোমান, হাজী মাহবুবুর রহমান সওদাগর, মুহাম্মদ হোসেন, ইমতিয়াজ সুমন প্রমুখ।

মাহফিল উদযাপন পরিষদের সভাপতি এস এম পারভেজ কামালের পরিচালনায় কনফারেন্সে প্রধান ওয়ায়েজ ছিলেন সদ্য কারামুক্ত গাজী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে সরাসরি আলোচান পেশ করেন আন্তর্জাতিক ইসলামী স্কলার শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী। বিশেষ বক্তা ছিলেন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার প্রভাষক আল্লামা বেলাল উদ্দিন নোমানী প্রমুখ।

প্রধান অতিথি আল্লামা আলাউদ্দিন জিহাদী বলেন, বাংলাদেশে সুন্নি আকিদার সকলকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সারাদেশের সুন্নি আক্বিদার লোকদেরকে একমঞ্চে একতা বদ্ধ হতে হবে।

শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী বলেন, মানুষের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক গ্রহণ। সুদ, ঘোষ, মদ, জুয়াসহ সমস্ত অবৈধ উপার্জন থেকে বিরত থাকার মাধ্যমে হালাল গ্রহণ করতে হবে। অন্যতায় ইবাদত কবুল হবে না।

তিনি বলেন পরকালীন অনন্তকালের আবাসকে আরাম আয়েশ করার জন্য দুনিয়ার জীবনকে বিসর্জন দিতে হবে। যারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করবে তারা অবশ্যই হালালকে অর্জন আর হারামকে বর্জন করে দুনিয়র জীবন গঠন করবে। তিনি সবাইকে ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন পরিচালনার জন্য উদাত্ব আহবান জানান।