কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিত খালী এলাকার ত্রাস, বহু মামলার পলাতক আসামি বদিউল আলমকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানার পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে অভিযান চালিয়ে ইসলামাবাদ ইউছুপের খীলস্থ পূর্ব বোয়াল খালী এলাকা থেকে জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবদুল হালিম।
গ্রেফতারকৃত বদি পূর্ব নাপিত খালী এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।
ওসি জানান, গ্রেফতারকৃত বদিউল আলমের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা জারি ছিল৷ দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। এ দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পূর্ব বোয়াল খালী এলাকায় অবস্থান করছে ডাকাত বদি। ওসির নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি৷
আপনার মতামত লিখুন :