কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদের চরপাড়ায় নুরুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত হরি মহন দে’র ছেলে দয়াল কান্তি দে ও তার সহযোগী পুণ্য চন্দ্র দে’র ছেলে মিলন কান্তি দে সহ ৮/৯ জন যুবকের বিরুদ্ধে। নিহত নুরুল আলম একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ।
রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হিন্দু পাড়ার বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত নূরুল আলমের ছোট ভাই গোরা মিয়ার কাছ থেকে ১ হাজার টাকা পাওনা দয়াল কান্তি দে। ওই টাকা পরিশোধ করতে না পারায় তার ভাই নুরুল আলমকে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম বলেন, নিহত নূরুল আলমকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে মিলন কান্তি দে নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :