ঈদগাঁওতে নুরুল আলম হত্যাকারীদের শাস্তি দাবি


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২১, ৭:৩০ পূর্বাহ্ন / ১৫৭
ঈদগাঁওতে নুরুল আলম হত্যাকারীদের শাস্তি দাবি

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দিন মজুর নুরুল আলম হত্যার প্রতিবাদে মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে বাজারের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
জানা যায়, ইসলামাবাদ চরপাড়া এলাকার দিনমজুর নুরুল আলম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে বাজারের ভিসি সড়কে ঘন্টাব্যপী যান চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, ৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে ইসলামাবাদ হিন্দু পাড়া চৌরাস্তার মোড় এলাকার দয়াল কান্তি ও মিলন কান্তিসহ ৭/৮ জন পরিকল্পিত হামলা করে স্থানীয় আব্দুল হাকিমের ছেলে দিনমজুর নুরুল আলমকে খুন করেন।