কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদে এক বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। ২০ ডিসেম্বর উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন রাজঘাট বিটের ক্যা¤েপর চরে ঘটনা ঘটে। বনকর্মীরা হাতির মৃত্যু নিয়ে নানা নাটকীয়তা শুরু করেছে বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, রাজঘাট বন বিটের ক্যা¤েপর চর নামক স্থানে পাহাড়ের নিচে রহস্যজনক ভাবে মৃত হাতিটি পড়ে আছে। কে বা কারা হাতিটি মারলো। তাই নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুল সৃষ্টি হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে বন্যহাতি মারার কাজটি করে আসছে। এরা বন্য হাতি মেরে হাতির দাঁত , চামড়া ও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মোটা অংকের টাকায় বিক্রি করে আসছে। স্থানীয়দের ধারণা, এই চক্রটি হাতিটিকে মেরেছে। সরেজমিনে তদন্ত করলে যার সত্যতা মিলবে।
এদিকে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে বন বিভাগের লোকজন তাদেরকে পরিদর্শনে বাধা দেয়। এতে স্থানীয় লোকজনের মাঝে আরো সন্দেহের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বনবিভাগের লোকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন জায়গায় হাতি মারার এ কার্যক্রম করে আসছে।
এ ব্যাপারে রাজঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি একটু পরে বিষয়টি জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কক্সবাজার উত্তর বন কর্মকর্তা (ডিএফও) সংবাদকর্মীদের ঘটনাস্থলে যেতে না দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ময়না তদন্ত রিপোর্ট আসলে বিষয়টি জানতে পারবো।
আপনার মতামত লিখুন :