ঈদগাঁওতে বসতবাড়ী পুড়ে ছাই


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (ককসবাজার) প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ৬:১৬ পূর্বাহ্ন / ১৬৮
ঈদগাঁওতে বসতবাড়ী পুড়ে ছাই
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে এক বসতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়েগেছে।
শনিবার (৩০ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে ইউনিয়নের কলেজ গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ঈদগাঁও কলেজ গেইট এলাকার মৃত সিকান্দার আলীর ছেলে মোস্তাক আহমদের বাড়ীতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে আসবাবপত্র,কাপড় ছোপড় ও নগদ টাকাসহ সম্পূর্ণ  পুডে ছাই হয়ে যায় । ঘরসহ সবকিছু মিলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।

আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো জানা যায়নি। কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তবে ফায়ার সার্ভিস পৌঁছে অন্যান্য ঘরবাড়ি গুলো রক্ষা করে।

স্থানীয় মেম্বার জান্নাতুল ফেরদৌস, সাবেক মেম্বার সেলিম উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।