ঈদগাঁওতে সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদ


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, (কক্সবাজার) প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২০, ২:৪৮ অপরাহ্ন / ২১৫
ঈদগাঁওতে সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদ

দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি মিছবাহ উদ্দিনকে ষড়যন্ত্রমুলক ভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওতে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখা বাজারের ঈদগাঁও ডিসি সড়কের শাপলা চত্বরের সম্মুখে এ প্রতিবাদের আয়োজন করে।

এতে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে লিখতে হয়। এর জন্য সাংবাদিকদের মামলায় জড়ানো খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টি খেয়াল রাখা উচিত। বক্তারা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। একই সাথে সাংবাদিক মিছবাহ উদ্দিনের বিষয়টি যথাযথ তদন্তের অনুরোধ করেন আইন শৃঙ্খলা বাহিনীকে। তদন্ত দোষী না হলে তাকে চার্জশিট থেকে বাদ দেয়ার দাবি জানান বক্তারা।

উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি, দৈনিক আমার সময় ও দৈনিক ইনানী প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সৈকত প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক খবরপত্র ও দৈনিক সমুদ্রকন্ঠ প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক কক্সবাজার একাত্তরের সহ-স¤পাদক নুরুল আমিন হেলালী, দৈনিক হিমছড়ি প্রতিনিধি এইচ, এন, আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ- স¤পাদক হাসান তারেক, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি শফিউল আলম আজাদ, দৈনিক রুপসী গ্রাম প্রতিনিধি এম, ছরওয়ার শিফা, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম সাধারণ স¤পাদক ও জি- কক্স টিভির স¤পাদক ওসমান গণি ইলি, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি নাছির উদ্দিন পিন্টু, দৈনিক আপনকন্ঠ প্রতিনিধি সায়মন সরওয়ার কায়েম, ক্রাইম রিপোর্টার মোজাম্মেল হক, ইনসুরেনস নিউজ ২৪ ডটকম প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক গণসংযোগের সদর প্রতিনিধি আলা ঊদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি কাউসার উদ্দিন শরীফ, দৈনিক আলোকিত উখিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, দৈনিক মেহেদী প্রতিনিধি আমির হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জাফর আলম, আওয়ামী লীগ নেতা আহমদ শরীফ, মোঃ শাহজাহান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সহ তথ্য ও প্রযুক্তি স¤পাদক মোঃ হারুন, হকার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মহি উদ্দিন মাহি, হকার মোঃ ওসমান, আজিজুর রহমানসহ অনেকে।

হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।