ঈদগাঁওয়ে অবৈধ ফুটপাত উচ্ছেদ : সাংবাদিকদের সহযোগিতা কামনা


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২১, ২:৫১ অপরাহ্ন / ৩৫০
ঈদগাঁওয়ে অবৈধ ফুটপাত উচ্ছেদ : সাংবাদিকদের সহযোগিতা কামনা

কক্সবাজার সদরের অন্যতম বাণিজ্যকেন্দ্র  ঈদগাঁও বাজারের অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় বাজারের ডিসি সড়ক ও বিভিন্ন অলিগলিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, সহকারী কমিশনার ভূমি নু এ মং মার্মার মং এর নেতৃত্বে অভিযানে ঈদগাঁও বাজারের ডিসি সড়ক, শাপলা চত্তর, হাইস্কুল গেইট, তরকারী বাজার, বাশঘাঁটা সড়ক, চাউল বাজারসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের দু’পাশের ঝুপড়ি, ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান শেষে বাঁশঘাটা এলাকায় একটি খাস জায়গাও পরিদর্শন করেন তিনি।

এ সময় ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, যুগ্ম সম্পাদক হাসান তারেক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আবদুল গফুর ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন ।

এদিকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ ২ ফেব্রুয়ারি রাতে সংগঠন কার্যালয়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের বাজারের যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থা এবং নতুনভাবে বরাদ্দ হওয়া ভবন বিষয়ে অবহিত করেন।

তারা বাজারের ইতিবাচক পরিবর্তনে স্থানীয় সাংবাদিকদের লেখালেখির মাধ্যমে বাজার উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান।

বাজার ও বাজারবাসীর উন্নয়নে সাংবাদিকরা তাদের লেখনি অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দকে।

এ সময় বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ-সাধারণ সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সদস্য জাহেদুল ইসলাম সহ স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহেদ কামাল আবছার কামাল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।