খুলনা সিটি কর্পোরেশনের ২৯ ৩০ ও ৩১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মীসভা করেছে খুলনা মহানগর ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও দলটির সহযোগি সংগঠন।
শুক্রবার (২৯ জানুয়ারী) রাত ৯টায় নগরীর ৩১ নম্বর ওয়ার্ড লবনচরা বান্দা বাজার চত্বরে ওয়ার্ড সভাপতি আলহাজ্ব জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বক্তব্য রাখেন এডভোকেট আইয়ুব আলী, খুলনা বার সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু,
অনুষ্ঠানে আওয়ামী লীগ যুবলীগ-ছাত্রলীগের ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠব্য সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচনে দলীয় প্রার্থী রেক্সোনা কালাম লিলিকে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :