উলামা সমিতি রাওনা শাখার কমিটি ঘোষণা


আরিফুল ইসলাম জনি, ময়মনসিংহ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২১, ১:২২ অপরাহ্ন / ৪৭১
উলামা সমিতি রাওনা শাখার কমিটি ঘোষণা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উলামাদের প্রাচীন সংগঠন গফরগাঁও উলামা সমিতি রাওনা শাখার কমিটি ঘোষনা করেন ৷

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় এক মিলনায়াতনে মাওলানা শহিদুল হক (শাহজাহান ) এর সভাপতিত্বে ও আশরাফ আলী ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী।

বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানা সাধারণ সম্পাদক মাওলানা মাহাদী হাসান৷

অনুষ্ঠানে গফরগাঁও উলামা সমিতি রাওনা শাখার ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি- মাওঃ শহিদুল হক (শাহজাহান), সহ-সভাপতি- মাওঃ এনামুল হাসান, সাধারণ সম্পাদক- হাফেজ আশরাফ আলী ফারুকী, সহ-সাধারণ সম্পাদক- মাওঃ আলী আকবর সাইফী, সাংগঠনিক সম্পাদক- মাওঃ সাখাওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাওঃ এনামুল হাসান মাহমুদী, অর্থ সম্পাদক- মাওঃ মুজ্জাম্মিল হক, প্রচার সম্পাদক- মাওঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক- হাফেজ সাহাদাৎহোসেন রাজিব, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- মুবাশ্বির হোসেন।

প্রধান অতিথি মাওঃ মাহমুদূল হাসান সালমানী বলেন , উম্মতে মোহাম্মাদীর রাহবার উলামায়ে কেরামকে একই প্লাটফর্মে আনার জন্য মুজাহিদে মিল্লাত হযরত মাওঃ বুরহান উদ্দীন (রহঃ)১৯৭৪ সালে গঠন করেন গফরগাঁও উলামা সমিতি৷ সকল হক্কানী আলেম উলামা আইম্মায়ে মাসাজিদগণের একসাথে কাজ করার দ্বারা উম্মতের অনেক ফায়দা হচ্ছে৷ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং সুন্নতকে জিন্দা করাই উলামা সমিতির কাজ ৷ পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়৷