কিশোরগঞ্জের হোসেনপুর নরসুন্দা খালের ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন লোকজন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই জরুরি ভিত্তিতে সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার উত্তর গোবিন্দপুর কান্দিপাড়া আদর্শ গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত নরসুন্দা খালের ওপর কোনো সেতু নেই। ফলে প্রতিদিন শত শত নারী-পুরুষ বাঁশের সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ ও স্কুলগামী ছাত্রছাত্রীদের। একটি সেতুর অভাবে দুই পাড়ের এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন।
এলাকাবাসী জানান, সাঁকো দিয়ে পারাপারের সময় প্রায়ই পা পিছলিয়ে লোকজন পানিতে পড়ে যায়।
এ বিষয়ে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্য মন্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াক হোসাইন উজ্জল জানান, আগামী প্রকল্পে এখানে একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :