এবার হিন্দি গানে হিরো আলম


বিনোদন ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২০, ১১:০০ পূর্বাহ্ন / ২৪৫
এবার হিন্দি গানে হিরো আলম
হিরো আলম। দেশের মিডিয়াঙ্গনে আলোচিত সমালোচিত এক শিল্পী।গান গাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন বেশি। হয়েছেন মামলার আসামী। কিন্তু এরপরও দমে যাননি তিনি। অবশ্য, সমালোচনাকে তিনি পাত্তা দেননা বিন্দু মাত্র। একের পর এক গান প্রকাশ করেই চলেছেন নিজের ইউটিউব চ্যানেলে।
সে ধারাবাহিকতায় এবার হিরো আলম গেয়েছেন হিন্দি গান। আর সেই গানের স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন ইউটিউবে।
সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান।

গানটির শুরুতে হিরো আলম বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এছাড়া সবার ভালোবাসায় শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য একের পর এক বাংলা, হিন্দি গান গাইছেন বলে জানিয়েছেন তিনি। এরপর উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও ইঙ্গিত দেন।

এর আগে ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গিয়ে বিপাকে পড়েছিলেন হিরো আলম। এই গানটির জন্য তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।