এবি পার্টি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা


সংবাদদাতা, চট্টগ্রাম প্রকাশের সময় : জুন ১৯, ২০২১, ১:০৬ অপরাহ্ন / ২৭২
এবি পার্টি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

আমার বাংলাদেশ (এবি) পার্টি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষ্যে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ জুন) বিকাল তিনটায় নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

সভায় গোলাম ফারুককে আহ্বায়ক, ছিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং এডভোকেট সৈয়দ আবুল কাশেমকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ মেজর (আঃ) আব্দুল ওহাব মিনার।

প্রধান অতিথির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন- এবি পার্টির গঠনতন্ত্রে একই পদে দুইবারের বেশি কাউকে নির্বাচিত অথবা মনোনীত হওয়ার সুযোগ থাকবেনা। কেউ চাইলেই আজীবন এই পার্টির নেতৃত্বে থেকে যাওয়ার সুযোগ নেই। যদি কোন সাধারণ ব্যক্তিও এবি পার্টির সবোর্চ্চ পর্যায়ে নেতৃত্বে আসতে চায় তাহলে তারও কর্মী থেকে সবোর্চ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে।

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ মেজর (আঃ) আব্দুল ওহাব মিনার বলেন- বীর চট্টলার জনগণের ইতিহাস অনেক সমৃদ্ধ, তাই এখানে এবি পার্টির অগ্রযাত্রার সুযোগও বেশী।

তিনি সকল শ্রেণী পেশার মানুষের মাঝে এবি পার্টির শক্ত সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তব্য রাখেন নব মনোনীত চট্টগ্রাম মহানগর কমিটি আহ্বায়ক গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহকারী

সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা হারুনুর রশিদ

এবং নব মনোনীত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।