বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এমপিও ভুক্তির দাবিতে বেসরকারি কলেজের অনার্স-মাষ্টার্স বিষয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে বিনাবেতনে বেসরকারি কলেজের অনার্স- মাষ্টার্স বিষয়ে পাঠ দান করছেন তারা। এখনো সরকার তাদেরকে এমপিও ভুক্তি করেনি। তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই এসকল শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :