এমভি আবদুল্লাহ উদ্ধারে প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী


Array প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন /
এমভি আবদুল্লাহ উদ্ধারে প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে মুক্ত করতে প্রস্তুতি নিচ্ছে দেশটির পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী।

সোমবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পান্টল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং এমভি আবদুল্লাহর দখল নেয়া জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত। পুলিশের এক বিবৃতিতে আরো জানানো হয়েছে আন্তর্জাতিক নৌ সেনারা জলদস্যুদের ওপর আক্রমণের পরিকল্পনা করছেন।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার টন কয়লা নিয়ে যাওয়ার পথে ভারত মহাসাগরে ৩৫ জন নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণে নেয় সোমালি জলদস্যুরা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দস্যুদের পক্ষ থেকে এখনও যোগাযোগ করা হয়নি।

প্রায় এক দশক ধরে ওই অঞ্চলের সমুদ্রপথে সোমালি জলদস্যুরা ছিনতাই চালিয়ে আসছে। গত বছরের নভেম্বর থেকে ২০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে তারা। সোমালি জলদস্যুদের সর্বশেষ ছিনতাইয়ের শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।