ওমানে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়


প্রবাসে বাংলা ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২১, ১:১৬ অপরাহ্ন / ৪৩০
ওমানে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

ওমান প্রবাসী বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। দেশটির । ওমানের সোহারে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানের পর এটিই ছিল সোহারে রাষ্ট্রদূতের প্রথম সফর। 

মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিজানুর রহমান বলেন, ওমানসহ গোটা বিশ্ববাসী করোনার তাণ্ডবে চরম অস্থিতিশীল সময় পার করছে এবং বিশেষ করে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা করোনা তাণ্ডবে অনেকে হারিয়েছেন তাদের কর্মসংস্থান। প্রবাসীদের চরম এই দুঃসময়ে যাতে কোন প্রবাসী নিজের অধিকার বঞ্চিত হয়ে খাদ্য সঙ্কট কিংবা যেকোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয় সে লক্ষ্যে দূতাবাস কাজ করছে।

রাষ্ট্রদূত প্রবাসীদের যেকোনো সমস্যা হলে সরাসরি দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেন। বাংলাদেশ দূতাবাস ওমান যেকোনো প্রয়োজনে প্রবাসীদের সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

এসময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন মো. হুমায়ুন কবির (কাউন্সিলর শ্রম) এবং আবু সাঈদ (কাউন্সিলর ‌পাসপোর্ট উইং)।