ওমানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নববর্ষ উদযাপন


প্রবাসে বাংলা ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২১, ৮:০৪ পূর্বাহ্ন / ৪০৩
ওমানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নববর্ষ উদযাপন

ওমানের রাষ্ট্রিয় আইন-কানুনের প্রতি আনুগত্য রেখে স্বল্প পরিসরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান। ২০২০ সালটি মরণব্যাধি করোনার থাবার বিষে নীল করেছে গোটা বিশ্বকে।এই মহা দুর্যোগকে কাটিয়ে একটি সুন্দর আগামী এবং করোনামুক্ত বিশ্বের প্রত্যাশায় আতশবাজি ফুটানোসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে সংগঠনটি।

বর্ষবরণের এই উৎসবে ওমান থেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়া চার সদস্যকে দেয়া হয় সংবর্ধনাও ।

মাস্কাটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরিয়ান আরেফিন।

অনুষ্ঠানে  প্রধান বক্তা ছিলেন আল মাসুম। বিশেষ অতিথি ছিলেন আতিক খান এবং মোহাম্মদ জুয়েল মুন্সী।

এছাড়াও অনুষ্ঠানে ওমানের সকল সিটির সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের প্রতি আহ্বান জানান।