বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ জানুয়ারী) ভোর ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
বিকাল ৫টায় জেলা জাসদ কার্যালয়ের কাজী আরেফ আহমেদ মিলনায়তনে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, জেলা জাসদ দপ্তর সম্পাদক ও জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, মহেশখালী জাসদ সভাপতি আশরাফুল করিম সিকদার নোমান, জাতীয় যুবজোট সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, জেলা ছাত্রলীগ নেতা হামিদ, মানুন, জমির, মানিক, মোবারক, ফয়সাল, রিফাত হোসেন, ছাত্রলীগ কক্সবাজার শহর কমিটির সভাপতি আব্দুর রশিদ, তানিম, সালেহ, আনোয়ার, মহসিন, মালেক, সিপাত হোসেন, হুমায়ন, রাকিব আকবর, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আবদুর রহিম, আবদুল হাশিম, উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতা সাহাদাত, চকরিয়া ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন, তানবির, সাকিব প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন- বাংলাদেশ-স্বাধীনতা ও ছাত্রলীগ এই তিনটি শব্দ অবিচ্ছেদ্য। বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম-মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে সামরিক-বেসামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সমাজ প্রগতির বিপ্লবী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক ও জাতীয় সংগ্রামের উত্তরাধিকার বাংলাদেশ ছাত্রলীগ।
বিশেষ অতিথি মোঃ হোসেন মাসু ছাত্রলীগের সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য ধারন করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের ছাত্রসমাজের অধিকার ও সুন্দর ভবিষ্যত নিশ্চয়তা আদায় এবং সমাজবদলের সংগ্রামের আদর্শবাদী নির্ভিক সৈনিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :