কক্সবাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে : পাটমন্ত্রী
সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ২:২৭ অপরাহ্ন /
১৬০
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, তাঁতশিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে এবং তাঁতীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও মূলধন যোগানের কষ্ট দূর করতে কাজ করছে সরকার।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ তাঁত বোর্ড এর কক্সবাজার বেসিক সেন্টার আয়োজিত জেলার তাঁতি শিল্পিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে সভায় বেসিক সেন্টার কার্যালয়ের লিয়াঁজো কর্মকর্তা আবু ইউসুফসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, তাঁত বোর্ডের সদস্য, স্থানীয় তাঁতি শিল্পিরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় রাখাইনদের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :