কক্সবাজারে নবাগত ডিসি’র সাথে জাসদ নেতৃবৃন্দের স্বাক্ষাত


সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২১, ২:২৬ অপরাহ্ন / ২৫৮
কক্সবাজারে নবাগত ডিসি’র সাথে জাসদ নেতৃবৃন্দের স্বাক্ষাত

কক্সবাজারে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ মামুনুর রশিদ এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কক্সবাজার জেলা জাসদ নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জাসদের সভাপতি জননেতা নইমুল হক চৌধুরী টুটুল এর নেতৃত্বে জেলা প্রশাসকের সাথে স্বাক্ষাত করেন জাসদ নেতারা।

এসময় জাসদ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেন- আপনারা সকলের সহযোগীতা নিয়ে কক্সবাজারের সকল উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

জাসদ নেতৃবৃন্দ বলেন- জাসদ বিগত প্রশাসকের সকল ভালো কাজের সাথে ছিল, আপনার ভালো কাজের সাথেও জাসদ থাকবে এবং জেলা প্রশাসক কার্যালয়ে যেন সবসময় জেলাবাসীর কল্যাণে কাজ করে সেই আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

স্বাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, জাসদ সহ-সম্পাদক এ.কে.এম মাহাতাবুল ইসলাম, জাসদ নেতা এডভোকেট অলিন কান্তি বড়ুয়া, প্রদীপ দাশ, যুবজোট নেতা লিটন দাশ প্রমুখ নেতৃবৃন্দ।