কক্সবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ১১:২৩ অপরাহ্ন /
কক্সবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালীতে যৌতুক না পেয়ে জন্নাতুল বকিয়া (২০)  নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধু মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল গ্রামের মোহাম্মদ বাপ্পির স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিল পাড়া এলাকার আকতার হোছাইনের মেয়ে।

পুলিশ রাত ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

ঘটনার পর ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বকিয়ার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে বাপ্পি প্রায় সময় তার স্ত্রী বকিয়াকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা ভেবে তার বাবা-মা সমিতি থেকে ঋণ নিয়ে জামাইকে বিভিন্ন সময় টাকা দেন। এতেও বাপ্পি সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সংসারে কলহ সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, বাপ্পি টাকার দাবিতে গালাগালিসহ স্ত্রীকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। এর ধারাবাহিকতায় হত্যার মত ঘটনা ঘটিয়েছে।

গৃহবধূ বকিয়ার ভাই ফয়সালের দাবি, তার বোনকে যৌতুকের দাবিতে মারধর করে হত্যার পরে ঘরের ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, একজন গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।