জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমএলএ এড. মোশাররফ হোসেনের ৪৭তম মৃতুবার্ষিকী উপলক্ষে গভীর ভাবে স্মরণ করলো কক্সবাজার জেলা জাসদ।
বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় জাসদ কক্সবাজার জেলা কার্যালয়ের কাজী আরেফ আহমদ মিলনায়তনে জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- জাসদ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল জব্বার, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক আসাদুল হক আসাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আশরাফুল করিম সিকদার নোমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রদীপ দাশ, সহ-সম্পাদক নুর আহাম্মদ, এ.কে.এম মাহাবুল ইসলাম, মিজানুর রহমান বাহাদুর।
কার্যনির্বাহী সদস্য মোঃ জাকের হোসেন, আবুল হাসেম, শাখাওয়াত হোসেন সবুজ, একরামুল হক কন্ট্রাক্টার, শহর জাসদ নেতা মোঃ সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান, যুবজোট নেতা মোঃ ইউনুছ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ এড. মোশারফ হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ ও বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থাকে আরেকধাপ টেনে তুলতে, জনগণের জীবনে গুণগত পরিবর্তন আনতে জাতীয় উল্লম্ফন ঘটাতে পারলেই শহীদ এড. মোশাররফ হোসেনসহ শহীদ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
প্রসঙ্গত ১৯৭৩ সালের ৩ ফেব্রুয়ারী যশোরে নিজ বাসভবনে গুপ্তহত্যার শিকার হন এড. মোশাররফ হোসেন।
আপনার মতামত লিখুন :