করোনায় বেলজিয়াম বিএনপি সভাপতির মৃত্যু


প্রবাসে বাংলা ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২০, ৭:১৮ পূর্বাহ্ন / ২৪৪
করোনায় বেলজিয়াম বিএনপি সভাপতির মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বিএনপির বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা। শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, করোনা শনাক্তের পর আহমেদ সাজা কয়েকদিন ধরে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার মৃত্যু হয় সিলেটের কুমারপাড়ার এই বাসিন্দার। মৃত্যুকালে আহমেদ সাজা স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।