চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার (২১জুন) সন্ধ্যা পৌনে আটটার দিকে সদরঘাট জুটর্যালি ঘাটের নিকটে এ ঘটনা ঘটে।
কর্ণফুলীতে ‘এমভি রুহুল আমিন খান’ নামের জাহাজটি ‘এমটি মিগ হৃদয়-১’ নামের একটি খালি ওয়েল ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।
এ সময় জাহাজটির কর্মকর্তা শ্রমিকদের স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার করেছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মিজানুর রহমান।
তিনি বলেন, জুটর্যালি ঘাটের কাছে পাথর বোঝাই জাহাজটি খালি ওয়েল ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। সন্ধ্যাা ৭টা ৪০ মিনিটের সময় জাহাজটি নদীতে সম্পূর্ণভাবে তলীয়ে যায়। এর পূর্বে জাহাজটির মাস্টার, ড্রাইভার, সারেং, লস্করসহ শ্রমিক কর্মচারীরা আশেপাশে নৌকা করে নিরাপদে ঘাটে ফিরে যায়।
আপনার মতামত লিখুন :