কুয়াকাটায় দোখাসীপাড়া খালের উপর নির্মিত ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ ব্রিজটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে।
রবিবার (২৭ জুন) সকালে ভেঙে যায় এ গার্ডার ব্রিজটি।
২৬ জুন-২১ ব্রিজটি কাজ শেষ হওয়ার কথা ছিল বলে কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সরকারের (জিওবি’র) অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা ব্যয়ে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পৌরসভার দরপত্রের মাধ্যমে কাজটি চলমান রয়েছে। সেতুর প্রায় ৮০ ভাগ কাজ শেষ পর্যায়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি নির্মাণ কাজের শুরু থেকেই নিম্নমাণের নির্মাণ সামগ্রী, সিমেন্ট কম ব্যবহারসহ ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ না করায় বিভিন্ন সময়ে স্থানীয়রা প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে অভিযোগও করেন।
কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান জানান, তিনি চলতি মাসের ২১ তারিখে কুয়াকাটা পৌরসভায় যোগদান করেছেন। সেতুর নির্মাণ কাজের বিষয়ে তার কিছুই জানা নেই। কী কারণে সেতুটি ভেঙে পড়েছে, তা তদন্ত ছাড়া
বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হচ্ছে।
প্রকল্প প্রকৌশলী মো. বুজলুর রহমান বলেন, এ ব্রিজটি কাজ ডিজাইন অনুযায়ী চলছিল। কী কারণে ভেঙে গেছে তা আমার
জানা নাই। এ বিষয়টি পৌরসভা বলতে পারবে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ কাজ চলমান ছিল।
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কেন ভেঙে পড়েছে, তা বলতে পারবেন এ প্রকল্পের প্রকৌশলীরা।
তাদের এ বিষয়ে জবাবদিহির জন্য বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :