কাউনিয়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জুন ২৫, ২০২১, ১:০৫ অপরাহ্ন / ২৩৭
কাউনিয়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ১ কেজি ৫০ গ্ৰাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) গভীররাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের তিস্তার চরাঞ্চল পল্লীমারী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০) ও একই গ্রামের মৃত শাহ আলমের ছেলে ছহির হোসেন ওরফে পেড্ডা (৫৫)।

মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাসুমুর রহমান মাসুম।

তিনি জানান, উপজেলার তিস্তার চরাঞ্চল পল্লীমারী গ্রামের একটি বাড়ীকে নেশাজাতীয় দ্রব্য গাঁজা মজুদ রেখে তা কেনাবেচা করা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপপরিদর্শক(এসআই)সামিউল ইসলাম একদল পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক কারবারী ছহির হোসেন ওরফে পেড্ডাকে আটক করে। তার কাছে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ছহির হোসেন ওরফে পেড্ডার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী আব্দুল মজিদের বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক কারবারীআব্দুল মজিদকে আটক করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজন মাদক কারবারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় ওই দুইজনকেই গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।