জাতীয় বীর, স্বাধীনতার নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠা, বাঙালির জাতীয় মুক্তি আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ কাজী আরেফ আহমেদের ২২তম শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা জাসদ কক্সবাজার জেলার উদ্যোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় শহীদ কাজী আরেফ আহমেদ মিলনায়তনে জাসদ কক্সবাজার জেলা সভাপতি নইমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক একেএম মাহাতাবুল ইসলাম, পৌর জাসদ সাধারণ সম্পাদক নুর আহমদ, দপ্তর সম্পাদক ও জাতীয় যুবজোট জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, জনসংযোগ সম্পাদক মোঃ আবু তৈয়ব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকজোট জেলা সভাপতি আবদুল জব্বার, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকজোট জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আশরাফুল করিম সিকদার নোমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জাতীয় যুবজোট জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক ও নির্মাণ শ্রমিকজোট কক্সবাজার সভাপতি প্রদীপ দাশ, কার্যনির্বাহী সদস্য মোঃ জাকারিয়া, শাখাওয়াত হোসেন সবুজ, রফিকুল ইসলাম, একরামুল হক কন্ট্রাক্টার, জাতীয় যুবজোট সহ-সভাপতি আবদুর রহিম, আবদু সালাম, মোঃ আজম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল হক, যুবজোট মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি বেগম, যুবজোট নেতা ওসমান গনি, ছাত্রলীগ জেলা সভাপতি আবদুর রহমান, জাসদ ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আপেল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সোহেল, নির্মাণ শ্রমিক জোট সহ-সভাপতি মোঃ রাসেল, মোঃ নাছির, মোঃ মোস্তাক, নির্মাণ শ্রমিক নেতা লিটন, রহিম, ছাত্রলীগ উখিয়া সভাপতি শাহাদাত হোসেন, শহর সভাপতি আবদুর রশিদ, সিটি কলেজ সভাপতি আনারুল, জেলা সদস্য ছালেহ মুন্না, মোঃ হোসাইন হামিদ, আবদুর রহিম প্রমুখ।
বক্তারা শহীদ কাজী আরেফ আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কাজী আরেফ আহমেদ বাঙালি জাতির ধ্রুবতাঁরা। তিনি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীলতার মশাল জ্বালিয়ে জাতিকে চলার পথ দেখিয়েছেন।
আপনার মতামত লিখুন :