পাকিস্তানের একটি উপ-কারাগারের টয়লেট ভেঙে পালিয়ে গেছেন তিনজন কয়েদি। তাদের ধরতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (০২ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশের দুকি শহরে অবস্থিতি জেলখানায় এ ঘটনা ঘটে। এ নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটলো। খবর দ্য ডনের।
দুকি থানার এসএইচও জলিল আহমেদ মারি জানান, ডাকাতি ও খুনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত তিনজন কয়েদি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুকি কারাগার থেকে পালিয়ে গেছেন।
জেল পালানো কয়েদিরা হলেন, আসমাতুল্লাহ, আবদুল কবির ও মুহাম্মদ সাদিক।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েদিদের নজরদারির কাজে নিয়োজিত কারা ওয়ার্ডেন ও দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিন পুলিশ সদস্য হলেন- ওয়ার্ডেন গুল খান, হেড কনস্টেবল আব্দুল গনি ও কনস্টেবল ইসমাইল মারি।
প্রসঙ্গত, গত রবিবার (৩০ জুন) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনসহ ১৯ কয়েদি আজাদ কাশ্মিরের রাওয়ালাকোটের একটি কারাগার থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন কয়েদি আহত হয়েছিলেন।
এ ঘটনায় বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শক একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :