জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে লাইসেন্সবিহীন এবং অধিক মূল্যে আলু বীজ বিক্রির অভিযোগে কনিকা-আনিকা ট্রেডার্সের মালিক কামরুল হাসান এবং শাহজাহান ট্রেডার্সের মালিক মো. শাহজাহান আলী নামের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। অভিযানে কামরুল ও শাহজাহানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, গ্রাহকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
মোসলেমগঞ্জ বাজারসহ অন্যান্য হাট-বাজারে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আরও জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, অভিযানে কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষকরা যেন সঠিক দামে বীজ পান। কৃষকদের অধিকার নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :