কালীগঞ্জে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন


মোঃ নাজমুল হাসান নয়ন, লালমনিরহাট প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২১, ৮:৫১ পূর্বাহ্ন / ১৩৯
কালীগঞ্জে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে ভূমি দস্যুদের শাস্তির দাবি করে ভূমি মালিকেরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকাল ১০ টায় দক্ষিণ ভোটমারী ভুল্যারহাটে জড়ো হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। কৃষক শ্রমিক ভাই ভাই ভূমি দস্যুদের শাস্তি চাই। কৃষক শ্রমিক ভাই ভাই আদর্শ আশ্রয়নের ভূমির রক্ষা চাই। ভূমি বাঁচাও দেশ বাঁচাও ভূমির মালিক এক হও- ইত্যাদি স্লোগান দেন ইউনিয়নের ভূমি মালিকগণ।
মিছিল শেষে দক্ষিণ ভোটমারী ভুল্যারহাট বাসস্ট্যান্ডে বুড়িমারী- ঢাকা মহাসড়কে ভূমি মালিকগণ জড়ো হযয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভূমি মালিকগণ বলেন, দক্ষিণ ভোটমারী, ভুল্যারহাটের আদর্শ আশ্রয়নে (বর্তমানে তিস্তার চর) তারা বসবাস করে আসলেও হঠাৎ তিস্তা ভাঙ্গনের ফলে তারা বাসস্থান হারিয়ে ফেলেন। গত কয়েক বছর ধরে তিস্তায় চর জমে। এমতাবস্থায় দালাল চক্র ভুয়া দলিলে মৃত মানুষকে জীবিত দেখিয়া স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র নকল করে সেনা কল্যাণ সংস্থা রাওয়া কমপ্লেক্সের নামে গভীর রাতে জমি রেজিস্টার করে নেয়।
ভূমিহীনরা দালালদের হাত থেকে তাদের জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।