কালীগঞ্জে হলুদে মেশানো হচ্ছে চাউলের গুড়া ও রঙ


সংবাদদাতা, ঝিনাইদহ  প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২১, ৭:২৫ পূর্বাহ্ন / ১৩৬
কালীগঞ্জে হলুদে মেশানো হচ্ছে চাউলের গুড়া ও রঙ
ঝিনাইদহের কালীগঞ্জে হলুদের গুড়ার সাথে চাউলের গুড়া ও রাসায়নিক রঙ মিশিয়ে বাজারজাত করার অভিযোগে সাইফুল ইসলাম নামের ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে একটি দোকানে হলুদের সাথে চাউলের গুড়া ও রাসায়নিক রঙ মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেশানোর সময় হাতে নাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।