কিশোরগঞ্জে ৮ দিনে কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯’শ জন


সংবাদদাতা, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১:৫২ অপরাহ্ন / ৩৬৪
কিশোরগঞ্জে ৮ দিনে কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯’শ জন

দেশব্যাপী শুরু হয়েছে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচী। তারই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জে গত ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত কোভিড-১৯ এর টিকা নিয়েছেন প্রায় নয়’শ জন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী প্রথম পর্যায় ৮ হাজার ৫’শ ৪০ ডোজ টিকা আসে এই উপজেলায়। তার মধ্যে ৪ হাজার ২’শ ৭০ জনকে প্রথম ডোজ হিসেবে এবং অবশিষ্ট ৪ হাজার ২’শ ৭০ দ্বিতীয় ডোজ হিসেবে টিকা দেয়া হবে।

টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) পর্যন্ত মোট রেজিষ্ট্রেশন করেছেন ১৯’শ ২১ জন। এবং টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯’শ জন।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু শফি মাহমুদ জানান, আমরা জনগণকে ভ্যাকসিন গ্রহণের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি এবং উপজেলার সকল দপ্তরকে চিঠি দিয়েছি ভ্যাকসিন নেয়ার জন্য। প্রথম দিকে ভ্যাকসিন গ্রহণে অনেকের অসম্মতি থাকলেও এখন সকলেই উৎসাহিত হয়ে কোভিড-১৯ এর টিকা নিচ্ছেন।

তিনি আরও জানান, ৮ সপ্তাহ পর প্রথম ডোজ নেওয়া সবাই মোবাইলে মেসেজ পাবেন দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ।