কিশোরগঞ্জ কারাগারে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ


সংবাদদাতা, কিশোরগঞ্জ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ৬:৫৯ পূর্বাহ্ন / ৩১৬
কিশোরগঞ্জ কারাগারে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ আসামিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল হাই (২৭) নামে এক হাজতি আসামিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে।

নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। তিনি মাদক মামলায় হাজতি আসামি ছিলেন।

জানা গেছে, গতরাতে কারাগার অভ্যন্তরে আব্দুল হাইয়ের সাথে অপর হাজতি আসামি সাইদুর মিয়ার ঝগড়া হয় । ঝগড়ার এক পর্যায়ে সাইদুর মিয়া বাথরুম থেকে কাঠ এনে আব্দুল হাইকে বেদম পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর এক হাজতি আসামি জাহাঙ্গীর আহত হন। তিনি নিকলী উপজেলার নয়াহাটি গ্রামের ইসমাইলের ছেলে। সাইদুর মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার কালনা মাইজপাড়া গ্রামে। নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলায় তিনি হাজতবাস করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ফোন করলেও জেল সুপার বজলুর রশিদ ফোন রিসিভ করেননি।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি সিভিল সার্জন।

এ কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।