কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যা উলিপুর থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উলিপুর বাজারে সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) পংকজ চন্দ্র রায়, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, উলিপুর উপজেলা বণিক সমিতির সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।
উপজেলার ব্যবসায়ীবৃন্দ ও সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই রোধ ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিসিটিভি ক্যামেরা।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমরা কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী পৌরসভা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি এবং আজকে যুক্ত হলো উলিপুর। অন্যান্য উপজেলাতেও কার্যক্রম চলমান আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় আনবো।
পুলিশ সুপার বলেন, ইতিমধ্যেই সিসিটিভি ক্যমেরার ফুটেজের মাধ্যমে কয়েকটি চুরি, অটো ছিনতাই, সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। যা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :