কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) সকালে হলোখানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের ৩ শতাধিক পানিবন্দী বন্যার্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হলোখানা ইউপি’র প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, ইউপি সদস্য রিয়াজুল হক, গোলজার হোসেন, দুলাল হোসেন ও মহিলা সদস্য তমিজন বেগম প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা পানিবন্দীদের কাছ থেকে ইউনিয়নের বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।